ভাটারায় ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, আহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজধানীর ভাটারা এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লাভলু (৪২)।

আহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। বয়স ৩৫ থেকে ৪০ বছর। তাঁদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁদের পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, তাঁরা তিনজনই ছিনতাইকারী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে বাড্ডায় একটি সেতুর ওপর ছিনতাই করার সময় ডিবির সঙ্গে ওই ছিনতাইকারীদের গোলাগুলি হয়। গুলিতে তিন ছিনতাইকারী আহত হন। তাঁদের মধ্যে দুজনের দুই পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। একজনের ডান পায়ে গুলি লাগে। তাঁদের উদ্ধার করে রাত ২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে সকালে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।