ব্যাগে ভরে মেয়ে নবজাতককে ফেলে গেল রাস্তার পাশে
নওগাঁর বদলগাছীতে রাতের অন্ধকারে ব্যাগে ভরে এক মেয়ে নবজাতককে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশে একটি গাছের নিচে পথচারীরা নবজাতককে দেখতে পান। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে।
পাহাড়পুর পুলিশ ফাঁড়ির সদস্যরা নবজাতককে উদ্ধারের পর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটি সুস্থ আছে। পরে ফাঁড়ির পাশের এক নারীর জিম্মায় তাকে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে সড়কের পাইকড়তলী মোড়ে এক পথচারী কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি আরেক পথচারীকে পেয়ে আশপাশে খোঁজ করে একটি গাছের নিচে ব্যাগের ভেতর নবজাতককে পান। ঘটনাটি পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পাহাড়পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘নবজাতকটির বয়স ৩ থেকে ৪ দিন হবে। এমন ফুটফুটে মেয়ে নবজাতককে কে বা কারা ফেলে গেলেন, বুঝতে পারছি না। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’