ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রদল ধর্ষককে খুঁজে বের করবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচার দাবি করে ছাত্রদল জানিয়েছে, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা নিজেরাই খুঁজে ব্যবস্থা নেবে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল এ কথা জানায়।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান বলেন, সরকার মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ। ভোটাধিকার নেই, বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রদল ধর্ষককে খুঁজে বের করে ব্যবস্থা নেবে।
ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ছাত্রদল। এরপর তাঁরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে গুম, খুন, ধর্ষণ বেড়ে চলেছে।
সমাবেশ থেকে ছাত্রদল ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে খুঁজে বের করার দাবি জানায়।