২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বুড়িগঙ্গায় চাঁদাবাজির সময় আটক ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকার মাঝিদের থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক (৫৫) ও ছালাম মল্লিক (৪৫)। রোববার বিকেল পাঁচটার দিকে বুড়িগঙ্গা নদীর আলম মার্কেট গুদারাঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

নৌ পুলিশ সদরঘাট থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কেরানীগঞ্জের আলম মার্কেট গুদারাঘাট এলাকায় অবৈধভাবে মাঝিদের থেকে ১০০ টাকা করে চাঁদা আদায়ের সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়।

নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বুড়িগঙ্গায় মাঝনদীতে মাঝিদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। আটককৃত দুই চাঁদাবাজের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’