বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে মিলল প্রায় ৯ লাখ শলাকা সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সিগারেট ও তামাক জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার রাতে এই সিগারেট ও তামাক জব্দ করা হয়। জব্দ তালিকায় রয়েছে ৮ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট ও ২৯০ পিস শুষ্ক তামাক।

কাস্টমস কর্মকর্তারা জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এই ফ্লাইটে আসা মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ হারুনুর রশীদ নামের দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে সিগারেট ও তামাক জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী প্রথম আলোকে বলেন, সিগারেট ও তামাক শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য। কিন্তু এই দুই যাত্রী বেআইনিভাবে তা আনার চেষ্টা করছিলেন। তাঁরা প্রায় ১৩ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সালাহউদ্দিন রিজভী।