বাসে তল্লাশিকালে যাত্রীর মানিব্যাগে মিলল সোনার বার
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ক্যসামং (৪৫) নামের এক যাত্রীর মানিব্যাগ থেকে দুটি গলানো সোনার বার উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার ফুলবাগ সড়কে।
আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে হোয়াইক্যং বিজিবি তল্লাশিচৌকি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, উদ্ধার করা সোনার বারের ওজন ১৪ ভরির একটু বেশি। এর মূল্য ৯ লাখ টাকা।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস বিজিবির হোয়াইক্যং তল্লাশিচৌকিতে পৌঁছালে বাসটি থামানো হয়। বাসটিতে তল্লাশিকালে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে ওই ব্যক্তির মানিব্যাগে বিশেষ কায়দায় লুকানো সোনার বার উদ্ধার করা হয়। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সোনা চোরাচালানের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।