ফেনসিডিল আত্মসাতের চেষ্টা, দুই পুলিশ সদস্য বরখাস্ত
আটক করা ফেনসিডিলের একাংশ আত্মসাতের চেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁদের বরখাস্ত করা হয়।
পুলিশের ওই দুই সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আইনুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল আক্তার।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাতে ফেনসিডিল আটক করে এ দুজন কর্মকর্তা আত্মসাতের চেষ্টা করেন। খবর পেয়ে তাঁদের এ অপতৎপরতা ঠেকানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে এসআই আইনুল হকের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এএসআই বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো দোষ নেই। আটক করা উক্ত ফেনসিডিলগুলো আমার কাছ থেকেও উদ্ধার করা হয়নি।’