পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের মনসুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই রোহিঙ্গা যুবকের নাম শফিউল হাই। শফিউলকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক আবু সাইদ প্রথম আলোকে বলেন, রোহিঙ্গারা যাতে পাসপোর্ট করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক আছেন। এরই অংশ হিসেবে সন্দেহ হলে পাসপোর্ট করতে আসা শফিউল হাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন, মিয়ানমারের বলিবাজারে তাঁর বাড়ি। ২০১৪ সালে সপরিবার মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। টেকনাফের ক্যাম্পে ছিলেন। সেখান থেকে পালিয়ে আসেন জেলার ফটিকছড়ির আবদুল্লাহপুরে। বাংলাদেশি না হয়েও ভুয়া নাম–ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আশিকুর রহমান বলেন, কে বা কাদের মাধ্যমে রোহিঙ্গারা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
গত ২২ ও ২৮ আগস্ট সুমাইয়া আক্তার ও সোনা মিয়া নামের দুজন রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে এসে আটক হন। পাসপোর্ট ছাড়াও রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে পাওয়া গেছে। ১৮ আগস্ট ভুয়া এনআইডি দিয়ে স্মার্টকার্ড তোলার জন্য নগরের জুবিলী রোডে জেলা নির্বাচন কার্যালয় থেকে লাকী নামের এক রোহিঙ্গা নারী গ্রেপ্তার হন।