পরিবার চাইলে যেকোনো সময় সম্রাটকে নিয়ে যেতে পারবে: বিএসএমএমইউ
দুর্নীতি, অর্থ পাচারসহ চার মামলা থেকে জামিন পাওয়া যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আগামী সোমবার মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। বৈঠকের সিদ্ধান্ত তাঁর পরিবারকে জানানো হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সম্রাটের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানায়। সম্রাটের চিকিৎসার দায়িত্বে থাকা কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান মাসুম মণ্ডল বলেন, ‘সম্রাটের পরিবার চাইলে যেকোনো সময় তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবে। তবে আমরা তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার কথা পরিবারকে জানাব। এর আগে নিয়ে যেতে চাইলে আমাদের লিখিত দিতে হবে। সে ক্ষেত্রে রোগীর কিছু হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’
বিএসএমএমইউতে সম্রাটের যথাযথ চিকিৎসা সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক বলেন, ‘এখানে আমরা তাঁর চিকিৎসা অনেক দূর এগিয়েছি। তবে এখানে কিছু চিকিৎসাসরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে। বিদেশে নিয়ে চিকিৎসা দিতে পারলে সবচেয়ে ভালো হয়।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গতকাল বুধবার জামিন পান সম্রাট। এদিন বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁর জামিনের কাগজপত্র বিএসএমএমইউতে পাঠানো হয়। এরপরই সম্রাটের কেবিনের সামনে থেকে কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।
২০১৯ সালের ৫ অক্টোবর ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে র্যাবের অভিযানে অবৈধভাবে ক্যাসিনো কারবারের বিষয়টি সামনে আসে। ওই ক্লাব পরিচালনা করতেন যুবলীগের সে সময়ের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তিনি ছিলেন সম্রাটের ঘনিষ্ঠজন। পরে বেরিয়ে আসে ঢাকায় ক্যাসিনো কারবারে হাত রয়েছে যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের।
এরপর ১৭ অক্টোবর কুমিল্লা থেকে ইসমাইল হোসেন ও তাঁর সহযোগী আরেক যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেপ্তার করে র্যাব। তখন র্যাব জানায়, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাঁদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন।
দুজনকে ঢাকায় আনার পর সম্রাটকে সঙ্গে নিয়ে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র্যাব। সেখানে বন্য প্রাণীর চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়ার কথা জানানো হয়। বন্য প্রাণীর চামড়া রাখায় ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থ পাচার) আইনে মামলা করে। আর ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
গত ১০ এপ্রিল অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার পৃথক দুটি আদালত থেকে জামিন পান সম্রাট। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁকে জামিন দেন আদালত।