নেত্রকোনায় পুকুরে ভাসছিল যুবকের লাশ
নেত্রকোনায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার সিংহের বাংলা বাজারের রেললাইন সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে ওই যুবকের নাম জানা যায়নি।
পুলিশের ধারণা, ওই যুবকের বয়স ৩০ বছর। তাঁর পরনে লুঙ্গি, আকাশি রঙের পাঞ্জাবি, কালো রঙের টি শার্ট ছিল। পাঞ্জাবির পকেটে নগদ কিছু টাকা পাওয়া গেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে হয়তো কেউ ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে দিতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।