নঈম নিজাম ও পীর হাবিবের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে তাদের হিসাব খোলার ফরম, গ্রাহক তথ্য পরিচিতি (কেওয়াইসি), হিসাব খোলার পর থেকে জমা ও উত্তোলন প্রতিবেদন, বিভিন্ন স্কিমে জমা টাকার তথ্য চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিএফআইইউ এ চিঠি দেয়।
নঈম নিজাম সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক।
জানা গেছে, সরকারি একটি সংস্থার তদন্তের স্বার্থে তাদের বিষয়ে তথ্য চেয়েছে। এরই অংশ হিসাবে বিএফআইইউ তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
বিএফআইইউ সাধারণত দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে। বাংলাদেশ থেকে অর্থ পাচার তদন্তের দায়িত্বটি ন্যস্ত বিএফআইইউয়ের ওপর। আর প্রতিবেদনের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় দুদক ও সিআইডি।