কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে চান্দিনার মাধাইয়া থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধাইয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
৩ জুন রাতে ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের একটি বাসে ছোড়া পেট্রলবোমায় সাতজন দগ্ধ হন। পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।