চট্টগ্রামে বাসা থেকে মা, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মা, মেয়ে ও ছেলে। তাঁদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বাবাকে আটক করা হয়েছে।
পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়।