চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম হাশেম খান (৩৫)। তিনি সাউন্ড সিস্টেমের কাজ করেন। আজ বুধবার দুপুরে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সড়ক ও জনপথ ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন (ওসি) প্রথম আলোকে বলেন, সড়ক ও জনপথ ভবনের সামনের রাস্তায় আগ্রাবাদ রঙ্গীপাড়ার একদল যুবক উচ্চ শব্দে গান বাজিয়ে মোটরসাইকেল শো করছিলেন। তখন রিকশা আরোহী তিনজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছুরিকাঘাতে হাশেম আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাশেমের শরীরে ছুরিকাঘাত ও রিকশার পাতের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।
ওসি মহসীন আরও বলেন, উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থল থেকে ২৪ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত কারা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।