গাজীপুরের পলাতক নারী কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার
বিউটি পারলারের কর্মীকে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করার অভিযোগে করা মামলায় পলাতক থাকার পর গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রোকসানা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁকে ঢাকার দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
এ ঘটনায় করা মামলায় ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরও একজন গ্রেপ্তার হয়েছেন। তবে মূল অভিযোগ ছিল রোকসানা আহমেদের বিরুদ্ধে।
র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, রোকসানা আহমেদের বিরুদ্ধে বিউটি পারলার ব্যবসার আড়ালে পারলারের এক কর্মীকে (১৬) আটকে রেখে তাকে দিয়ে জোরপূর্বক যৌনকর্ম করানোর অভিযোগ এসেছে।
এ ঘটনায় গত মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় কাউন্সিলর রোকসানা আহমেদ, বাড়ির তত্ত্বাবধায়ক নুরুল হকসহ অজ্ঞাত আরও দু-তিনজনের নামে মামলা করে ভুক্তভোগী ওই কিশোরী। পরে ওই দিনই পুলিশ বাড়ির তত্ত্বাবধায়ক নুরুল হককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন কাউন্সিলর রোকসানা আহমেদ।