গফরগাঁওয়ে 'বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি' নিহত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি হত্যা মামলার আসামি। গতকাল বুধবার রাতে উপজেলার পাগলা থানার চাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এখলাছ উদ্দিন। পুলিশ বলছে, গত ২৭ জুলাই রাতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই মামলার আসামি ছিলেন তিনি।
গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, চাকুয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে ডিবি দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি চালায়। একপর্যায়ে ডিবি পুলিশও পাল্টা গুলি করে। পরে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন এখলাছ উদ্দিন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ও কনস্টেবল ইলিয়াস মিয়া আহত হয়েছেন বলে জানান তিনি।