কামারখন্দে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুই দফা তদন্তের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজ সোমবার বরখাস্তের আদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া শিক্ষকের নাম সাইফুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দফা তদন্তের পর পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্তের কথা জানান। সাইফুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথমে কামারখন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও পরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সুপারিশ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, ‘অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
উল্লেখ্য, দুই ছাত্রকে বলাৎকারের ঘটনায় সাইফুল ইসলামকে স্থানীয় লোকজনের তোপের মুখে তাঁকে কামারখন্দের আরেকটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে।