উখিয়া সৈকতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে নজরুল সিকদার (৩৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ইনানী সৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নজরুল সিকদার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামশুল আলম সিকদারের ছেলে।
পুলিশের ভাষ্য, ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে সৈকত এলাকায় গোলাগুলিতে নজরুল সিকদার নিহত হয়ে থাকতে পারেন।
ওসি মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টার দিকে ইনানী সৈকত এলাকার মেরিন ড্রাইভ সড়কে গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), একটি গুলি ও ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। নিহত ব্যক্তির বুক ও পিঠে গুলির দাগ আছে।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহত নজরুল সিকদার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা রয়েছে।