আবরার হত্যা: ভিডিও ফুটেজে যা দেখা গেল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার একটি ভিডিওফুটেজ পাওয়া গেছে।
সেই ভিডিওতে দেখা যায়, আবরারকে মারধরের পর কক্ষ থেকে বের করা হয়। প্রথমে একজনকে বারান্দা দিয়ে কিছুটা দৌড়ে এসে দাঁড়াতে দেখা যায়। এরপর তিনি একই পথে ফিরে যান। কিছুক্ষণ পর আবরারকে তিনজন ধরাধরি করে নিয়ে আসেন। তাঁদের পেছনে একজনকে হেঁটে আসতে দেখা যায়, তাঁর পেছনে আরেকজন হেঁটে আসেন। এর পরপরই আরও পাঁচজনকে ওই বারান্দা দিয়ে হেঁটে আসেন।
এ দিকে আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোমবার রাত পৌনে নয়টা পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহত আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেছেন।
রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাতে বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।
আরও পড়ুন:
বুয়েটছাত্র আবরারের শরীরে আঘাতের চিহ্ন
বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
আবরার হত্যায় বুয়েটের দুই শিক্ষার্থী আটক
আবরার হত্যার ঘটনায় ৬ জন আটক: পুলিশ
‘জানি বিচার চেয়ে লাভ নেই তবুও আবরার হত্যার বিচার চাই’
১৯ জনকে আসামি করে আবরারের বাবার মামলা, গ্রেপ্তার ৯
বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু
রাতে আবরারকে বারবার ফোন দিয়েছিলেন মা
আবরারের শরীরে জখমের অনেক চিহ্ন: চিকিৎসক