আওয়ামী লীগ নেতা জাহিদুল হত্যা: অস্ত্র মামলায় রিমান্ডে আরফান

আরফান উল্লাহ
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় আরফান উল্লাহ ওরফে দামালকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা আজ শুক্রবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) শওকত আকবর।
ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় আরফান উল্লাহকে (দামাল) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে একটি রিভলবার উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুরের বস্তি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আরফান উল্লাহর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য আরফানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আরফানকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

উদ্ধার করা রিভলবার
ছবি: সংগৃহীত

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুর এলাকার ব্যস্ত সড়কে গাড়িতে থাকা জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। তখন এলোপাতাড়ি গুলিতে নিহত হন রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান জামাল। মতিঝিল এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ, স্থানীয় রাজনীতিতে বিরোধ ও ব্যক্তিগত প্রতিহিংসাসহ নানামুখী দ্বন্দ্বের জেরে জাহিদুলকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

ডিবি ও স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা আরফান উল্লাহর এখন দলীয় কোনো পদ নেই। তবে এলাকায় তিনি যুবলীগ নেতা হিসেবে পরিচিত। কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় (রূপালী ক্লাব নামে পরিচিত) তাঁর আড্ডা ছিল। আরফানের তথ্যের ভিত্তিতে ওই ক্লাবের পেছনের বস্তির একটি ঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন