অপরাধে জড়িত অভিযোগে ২ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মস পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটক দুজন হলেন উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরের এ ব্লকের বাসিন্দা শামসুল আলম (২৪) ও জামতলী রোহিঙ্গা শিবিরের ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ফারুক (২১) ।
শুক্রবার রাত ৯টার দিকে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরের ওয়াচ টাওয়ারের নিচ থেকে শামসুলকে এবং একই সময়ে জামতলি রোহিঙ্গা শিবিরের প্রবেশমুখ থেকে ১৫০টি ইয়াবাসহ ফারুককে আটক করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরের ওয়াচ টাওয়ারের নিচে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি পক্ষ অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শামসুলকে তখন আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করলে তাঁর কাছ থেকে একটি তীর, মার্বেল ও ছুরি উদ্ধার করা হয়।
এদিকে জামতলীতে প্রবেশের রাস্তায় সন্দেহভাজন ফারুকের দেহ তল্লাশি করে ১৫০টি ইয়াবা পাওয়া যায়। পরে আটক দুজনকে উখিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।