অনুপ্রবেশের অভিযোগে ফুলবাড়ী সীমান্তে ১২ বাংলাদেশি আটক

আটক
প্রতীকী ছবি

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার কাশিপুর সীমান্ত ফাঁড়িতে বিজিবির টহল দল আজ বুধবার সকালে তাঁদের আটক করে। এঁদের মধ্যে তিনজন নারী, চারজন পুরুষ ও পাঁচটি শিশু রয়েছে।

বিজিবি ও পুলিশ জানায়, গত বছরের আগস্টে দালালের মাধ্যমে ভূরুঙ্গামারী পাথরডুবি সীমান্তে দিয়ে ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ করতে যান তাঁরা। এরপর কাজ শেষে ভারতীয় দালালের মাধ্যমে আন্তর্জাতিক প্রধান পিলার ৯৪২-এর অধীন উপপিলার ৪ এস-এর পাশের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বুধবার বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। এ ঘটনায় বুধবার বিকেলে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করে।

আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন নাগেশ্বরী উপজেলার আবদুল জলিল (৫৫), তাঁর স্ত্রী লিলিফা বেগম (৪৫) ও তাঁদের দুই সন্তান, নাগেশ্বরী কুটি বামনডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও তাঁর স্ত্রী আনজু বেগম (৩০), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেনের এক সন্তান, কুটি বামনডাঙ্গার হাফিজুর রহমান (৩৮), তাঁর স্ত্রী আনিচা বেগম (৩২) ও তাঁদের দুই সন্তান ও ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের জাকির হোসেন (২২)।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, ‘আটককৃতদের ফুলবাড়ী থানায় দেওয়া হয়েছে। তারা টাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতের দিল্লিতে কাজ করতে গিয়েছিল।’

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় জানান, আটক ১২ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। অপরাধ ও শিশু বিবেচনায় আটক পাঁচ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার জিম্মায় ছেড়ে দিয়ে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।