ঢাকা উত্তর সিটির পরিত্যক্ত ভবনে হাত-পা ভাঙা লাশ
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেটের ভবন থেকে এক যুবকের হাত–পা ভাঙা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওই যুবকের নাম তানভীর। বয়স ২৪ বছর। তিনি মিরপুর ১১ নম্বর সি ব্লকের একটি মাংসের দোকানের কর্মচারী। তাঁর বাবার নাম মান্নু। মিরপুর ১১ নম্বরের মাদ্রাসা ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুরে ভবনটির নিচতলায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই যুবককে দুর্বৃত্তরা খুন করেছে। কারা, কেন তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।