সবুজবাগে গলায় রশি প্যাঁচানো অবস্থায় রিকশাচালকের লাশ উদ্ধার

বিধান মণ্ডলছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বিধান মণ্ডল (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে সবুজবাগের বেগুনবাড়ি গ্রিন মডেল টাউন থেকে লাশটি উদ্ধার করা হয়। সবুজবাগ থানা-পুলিশ এই তথ্য জানিয়ে বলেছে, বিধান মণ্ডল পেশায় ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর রিকশার খোঁজ পাওয়া যাচ্ছে না।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে গ্রিন মডেল টাউনের একটি সড়ক থেকে বিধানের লাশ উদ্ধার করা হয়। গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়।

পুলিশ বলছে, বিধানকে শ্বাসরোধে হত্যার পর তাঁর রিকশাটি ছিনতাই করা হয়েছে বলে তারা ধারণা করছে।

বিধানের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, তিনি (বিধান) পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন। গতকাল সন্ধ্যায় তিনি রিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাতে আর বাসায় ফেরেননি।

আজ সোমবার ভোরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা থানায় গিয়ে বিধানের লাশ শনাক্ত করেন।

ময়নাতদন্তের জন্য বিধানের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।