সাবেক স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি
সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বাগেরহাটের মোংলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি। এতে বলা হয়, অভিযুক্ত মো. আবুল কালাম শেখ একটি বেসরকারি জাহাজের খালাসি হিসেবে কর্মরত। কিন্তু তিনি নিজেকে জাহাজের প্রকৌশলী পরিচয় দিয়ে ফেসবুকে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেম করেন। একপর্যায়ে নিজের স্ত্রী–সন্তানের তথ্য গোপন করে তাঁকে বিয়ে করেন। আবুল কালামের আরেকটি বিয়ে আছে, এই তথ্য জানতে পেরে তাঁকে ডিভোর্স দেন ওই কলেজছাত্রী। এরপর নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।
এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রী। পরে আদালতের নির্দেশে মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডির উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রোববার মোংলা থেকে আবুল কালামকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, আবুল কালামের বাড়ি মোংলায়। দুই সন্তান ও স্ত্রী থাকার পরও ফেসবুকে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২৩ সালের জানুয়ারিতে তাঁকে বিয়ে করে খুলনা শহরে বাসা ভাড়া করে থাকতে শুরু করেন। একপর্যায়ে নিজের স্ত্রী-সন্তানের কথা স্বীকার করে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে তাঁকে চাপ দিতে থাকেন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, এই প্রস্তাবে রাজি না হলে আবুল কালাম ওই কলেজছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। নির্যাতনের একপর্যায়ে ওই ছাত্রী তাঁকে ডিভোর্স দেন। এরপর ঢাকায় এসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন তিনি। আবুল কালাম তাঁর ঢাকার বাসার ঠিকানা সংগ্রহ করে বাসায় এসে তাঁকে মারধর করেন। পরে মুঠোফোনে থাকা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটকে আপলোড করে ছড়িয়ে দেন।