ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে মুনিয়া রোজা (২৫)। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বলেন, গত বুধবার মেডিসিন বিভাগের আইসিইউ থেকে এক নার্সের মুঠোফোন চুরি হয়। এ ঘটনায় হাসপাতালে নজরদারি বাড়ানো হয়। এর মধ্যে গতকাল শনিবার চিকিৎসক পরিচয় দিয়ে মুনিয়া রোজাকে হাসপাতালে ঘোরাফেরা করতে দেখা যায়। কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে মুনিয়া রোজা নিজেকে গাইনি বিভাগের চিকিৎসক পরিচয় দেন। কিন্তু গাইনি বিভাগে নিয়ে গেলে কেউ তাঁকে চিনতে পারেননি। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তাঁর পরিচয়পত্রটি ভুয়া।
মুনিয়া রোজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আনসারের প্লাটুন কমান্ডার বলেন, নিউমার্কেট থেকে পরিচয়পত্র ও চিকিৎসকের অ্যাপ্রোন কিনেছিলেন মুনিয়া। আর মিটফোর্ড থেকে কিনেছেন স্টেথেস্কোপ। তাঁর বিরুদ্ধে হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ড মাস্টার জিল্লুর বাদী হয়ে মামলা করেন।
গাইনি বিভাগের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, তিনি (মুনিয়া) চিকিৎসক নন, একজন প্রতারক।
জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক সানরুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মুনিয়া রোজার বাড়ি চাঁদপুর সদরে, তবে বংশালে থাকেন।