যাত্রাবাড়ী থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি রতন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি মো. রতন ওরফে চান্দি রতনকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, রতন যাত্রাবাড়ী এলাকার শীর্ষ চাঁদাবাজ।
সোমবার যাত্রাবাড়ী থানার নিউ মেঘনা হোটেলের সামনে থেকে রতনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রতনের অবস্থান শনাক্ত করে ডিবি-ওয়ারীর একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন।