বনানী থেকে প্রকৌশলীকে অপহরণের অভিযোগ
রাজধানীর বনানী এলাকা থেকে কামরুল হাসান নামের এক ব্যক্তিকে গাড়িতে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি একটি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কামরুলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, কামরুল হাসানের অফিস বনানীতে। তিনি সেখানকার একটি আইটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করেন। রোববার কাজ শেষ করে এক সহকর্মীর সঙ্গে বের হন। বনানীর ২৮ নম্বর সড়কে আসার পর প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাঁকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। তখন সহকর্মীকে বলা হয়েছিল, রাতে কামরুলকে ছেড়ে দেওয়া হবে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
কামরুলের আত্মীয় আরিফুল হক প্রথম আলোকে বলেন, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করা হয়েছে। গাড়িটি একটি বড় গ্রুপ অব কোম্পানির। ওই কোম্পানির সঙ্গে তিনি কখনোই কাজ করেননি। তাদের সঙ্গে কামরুলের কোনো বিরোধ নেই। খিলক্ষেতের একটি বাসায় তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে; কিন্তু সেখানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে বনানী থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামসুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি আসলে কী ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।