যমুনা টিভির সাংবাদিককে মারধরের ঘটনায় রায় ২০ সেপ্টেম্বর

আদালত
প্রতীকী ছবি

ছয় বছর আগে রাজধানীর চকবাজারে বেসরকারি যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল হাসানকে মারধরের ঘটনায় করা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ২০ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী গতকাল বুধবার রায় ঘোষণার এই দিন ধার্য করেন। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরি নিয়ে প্রতিবেদনের তথ্য সংগ্রহের সময় মারধরের শিকার হন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ভিডিও চিত্রগ্রাহক শাহীন আলম। এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে মো. রহিম, জব্বার, জাকির ও হাবিবুর রহমান নামের চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আদালত ২০১৮ সালের ৪ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের বিরুদ্ধে সাংবাদিক শাকিল হাসান ও শাহীন আলমকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।