জাল টাকায় ইয়াবা কিনতেন তাঁরা
রাতের বেলা ইয়াবা কেনেন। আর লেনদেন করেন জাল টাকায়। তিন লাখ জাল টাকাসহ গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য পায় পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন গিয়াস উদ্দিন ও শহীদুল হক। গতকাল বুধবার রাতে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তিন লাখ টাকার জালনোটসহ দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহাদ আদনান আরও বলেন, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, এই জাল টাকা তাঁরা মূলত ইয়াবা কেনায় ব্যবহার করেন। ইয়াবা বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা নগদে টাকাগুলো বুঝিয়ে দেন। এরপর সটকে যান। এক বছর ধরে তাঁরা জাল নোট তৈরি করে আসছেন। ইয়াবা কেনার পাশাপাশি বিভিন্ন উৎসবে লেনদেন বেড়ে গেলে তাঁরা বাজারে জাল নোট ছাড়েন।