স্ত্রীর সঙ্গে ঝগড়া: যে সন্তানকে কোলে নিয়ে আদর করছিলেন, তাকেই ‘আছাড় মেরে হত্যা’
মা-বাবার একমাত্র সন্তান ২২ মাস বয়সী রাইয়ান। বাবা রিকশাচালক বায়েজিদ তাঁর সন্তানকে কোলে নিয়ে আদর করছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে বায়েজিদের সঙ্গে তাঁর স্ত্রীর তুমুল ঝগড়া বেধে যায়। এতে ক্ষুব্ধ হয়ে বায়েজিদ তাঁর নিষ্পাপ শিশুকে আছাড় মারেন। তখনই নিথর হয়ে যায় শিশুটি।
শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, শিশু রাইয়ানকে নিয়ে তার মা–বাবা ইব্রাহিমপুর সৃজনী সড়কের একটি ছাপরায় থাকতেন। বাবা রাইয়ানকে আছাড় মারার পর তার (রাইয়ান) মা কান্নায় ভেঙে পড়েন।
এ সময় প্রতিবেশী এসে বায়েজিদকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে জনরোষ থেকে তাঁকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর একমাত্র সন্তানকে আছাড় মারার কথা স্বীকার করেছেন। তাঁর মানসিক সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে।
রিকশাচালক বায়েজিদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।