অনলাইনে নির্মাণসামগ্রী বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনের নির্মাণসামগ্রী বিক্রির নামে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার ময়মনসিংহ সদরে অভিযান চালিয়ে আজহারুল ইসলাম (২৪) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। নির্মাণসামগ্রী বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে আজহারুল কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে সিআইডি বলছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম শাখা) আজাদ রহমান বলেন, এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ডব্লিউ এল বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড নামে ফেসবুক পেজ খুলে সুলভ মূল্যে নির্মাণসামগ্রী বিক্রির জন্য চটকদার ছবি ও বিজ্ঞাপন দেন। এরপর ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেন তিনি।
আজহারুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং সার্ভিসের হিসাবে গত দুই বছরে প্রায় এক কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, ব্যাংকের তিনটি চেক বই, একটি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।