ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে অবৈধভাবে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ ব্যবসা করছিলেন মো. সাইফুল ইসলাম (৪০)। এ জন্য তিনি বিভিন্ন কোম্পানির ৫০ হাজার সিম কার্ড ব্যবহার করেছেন। তিন বছর ধরে এমন ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার রাজধানীর নয়াপল্টন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩। এ সময় তাঁর কাছ থেকে সিমগুলো ছাড়া ৩৬টি সিমবক্স, ৯টি ল্যাপটপ, ১২টি রাউটার, ৮টি মডেম, ১২টি পেনড্রাইভ ও ৪টি গুলি উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের বিপরীতে সাইফুল বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৩ জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।
র্যাব জানায়, সাইফুলের সঙ্গে অবৈধভাবে ভিওআইপি ব্যবসায় আরও কয়েকজন জড়িত। পলাতক ওই আসামিদের ধরতে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।