বাড্ডায় ছুরিকাঘাতে এক নারীকে হত্যা, স্বামী পলাতক
রাজধানীর মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে বীথি আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বীথির ভাইয়ের দাবি, বোনের স্বামী কমলই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কমলসহ বেশ কয়েকজন মিলে বীথিকে হাসপাতালে নিয়ে আসেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা বলেন, পারিবারিক কলহের জেরে কমল তাঁর স্ত্রী বীথিকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তিনি পলাতক। আজ মঙ্গলবার লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় কমলের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত বীথির বড় ভাই ইয়াসিন প্রথম আলোকে বলেন, তাঁর বোন বীথি টঙ্গীর বটতলা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী কমল থাকতেন মেরুল বাড্ডায়। সোমবার বীথিকে ফোন করে টঙ্গী থেকে বাড্ডায় নিয়ে আসেন কমল।
সাত থেকে আট বছর আগে বীথি ও কমলের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান।