বিমানযাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ

উদ্ধার হওয়া সোনার বার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনার বার উদ্ধার করেন।

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন
ছবি: সংগৃহীত

সোনার বার উদ্ধারের ঘটনায় যাত্রী মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়।

জিয়াউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসেন।

আটক যাত্রীর পায়ুপথ থেকেও সোনার বার উদ্ধার করা হয়
ছবি: সংগৃহীত

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা।

অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা বিমানবন্দরে যাত্রী জিয়াউদ্দিনের শরীর তল্লাশি করেন। তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া। পরে তাঁর পায়ুপথ থেকে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়।

এই ঘটনায় যাত্রী জিয়াউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সাইফুর রহমান।