টিকিট কালোবাজারিতে জড়িত রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

রফিকুল ইসলাম নামের রেলওয়ের এই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রেলওয়ের এক কর্মচারীকে (বুকিং সহকারী) বিভিন্ন গন্তব্যের ১২টি টিকিটসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর নাম রফিকুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১২টি টিকিট উদ্ধার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রেলওয়ের কর্মচারী রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা যাত্রীদের মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে সংরক্ষণ করতেন। এরপর তালিকায় থাকা যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এসব টিকিট দালাল ও কালোবাজারিদের সরবরাহ করতের তিনি।