ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ

লাশপ্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে, ঘটনাটি আত্মহত্যাজনিত।

গত সোমবার ছাদ থেকে পড়ে গৃহকর্মী আনোয়ারা (৪০) মারা যান। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার তরিকুল ইসলামের পরিবারের সঙ্গে মালিবাগের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে থাকতেন। তিনি সেখানে ১৬-১৭ মাস ধরে কাজ করছিলেন।

আজ বুধবার শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, আনোয়ারার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে আনোয়ারাকে ছাদের কার্নিশ পর্যন্ত হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কিন্তু কীভাবে পড়ে গেলেন, সেই দৃশ্য ফুটেজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

সুজিত কুমার সাহা আরও বলেন, পাশের ভবনগুলো থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হবে, আনোয়ারা কীভাবে পড়ে মারা গেলেন। এ ছাড়া তাঁর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এর সপক্ষে কিছু তথ্য পাওয়া গেছে।