মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁরা যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার জাল ভিসা দিতেন

চক্রের সদস্যরা বিভিন্ন দেশের ভুয়া ভিসা বানিয়ে প্রতারণা করছিলেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জাল ভিসা বানিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের চার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ডিবি প্রথম আলোকে এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওয়াহিদ উদ্দিন (৩৮), পলাশ চন্দ্র দাস (৩৮), শফিকুল ইসলাম (৩৭), মাহবুবুর রহমান খান (৩৬), আবু জাফর (২৫) ও আরিফুর রহমান (৩৬)।

ডিবি বলছে, কয়েকটি ট্রাভেল এজেন্সির আড়ালে চক্রের সদস্যরা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ভুয়া ভিসা বানিয়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী, এমন ব্যক্তিদের কাছ থেকে তাঁরা ১০ থেকে ১৫ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন।

ডিবির ভাষ্য, ওয়াহিদ ট্রাভেলস ডায়েরি নামের প্রতিষ্ঠানের মালিক। তাঁর সহযোগী শফিকুল। আরিফুর হ্যাপি হোলি ডের মালিক। তাঁর সহযোগী জাফর। তাঁরা বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। মোটা অঙ্কের টাকায় চুক্তি করতেন। ভুয়া ভিসা বানিয়ে প্রতারণা করতেন। গ্রেপ্তার পলাশ ও মাহবুবুর ভুয়া এই চক্রের ভিসার মাধ্যমে বিদেশে যেতে চেয়েছিলেন।

ডিবি সূত্র বলছে, জাল ভিসা তৈরির অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা হয়। এই মামলা তদন্তে নেমে চক্রটিকে শনাক্ত করে ডিবি। পরে চক্রের চার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম আজ প্রথম আলোকে বলেন, ‘চক্রটির সদস্যরা দুই থেকে তিন বছর ধরে জাল ভিসা বানিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এভাবে প্রতারণার মাধ্যমে তাঁরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।’