কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াস হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর মুগদা এলাকায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী পিয়াস ইকবাল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ঢাকার মুগদা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, মো. খালিদ হাসান (১৮), মো. আরিফ হোসেন (২১) ও মো. মেহেদী হাসান (২০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরোনো মুঠোফোন বিক্রির টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জেরে পিয়াস ও তাঁর বন্ধু শামীম হোসেনকে নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়। এতে পিয়াস মারা যান। গুরুতর আহত হন শামীম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র্যাব জানায়, হত্যা মামলার প্রধান আসামি আমির উদ্দিন আহমেদ চোরাই মোবাইল ফোন কেনা-বেচার ব্যবসা করতেন। গত ১৮ ফেব্রুয়ারি আমিরের কাছ থেকে পিয়াসের বন্ধু মাহির ৪ হাজার ৩০০ টাকা বাকিতে একটি মুঠোফোন কেনেন। মুঠোফোনের টাকা ২৫ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করার কথা থাকলেও মাহির আর্থিক সমস্যার কারণে তা পরিশোধ করতে পারেনি। যথাসময়ে টাকা পরিশোধ না করায় আমির তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
র্যাব আরও জানায়, গত বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় খালিদ, আরিফ, মিরাজ, অর্নব ও রাব্বীকে নিয়ে টাকা আদায়ের জন্য মাহিরের বাসায় যান আমির। কিন্তু মাহিরকে বাসায় না পেয়ে তাঁর মায়ের কাছে মুঠোফোনের পাওনা টাকা দাবি করেন। মাহিরের মা একদিন পর টাকা পরিশোধ করবেন বলে তাদের জানিয়ে দেন। টাকা পরিশোধের আশ্বাস পেয়ে তারা মাহিরের বাসা থেকে চলে যায়। পরে মাহির বিষয়টি পিয়াস ও শামীমকে জানান। তাঁরা বিষয়টি মীমাংসার জন্য আমিরের কাছে যান। সেখানে তাঁদের মধ্যে বাতবিতণ্ডা হয়। একপর্যায়ে পিয়াস ও শামীমকে ছুরিকাঘাত করেন আমির ও তাঁর সহযোগীরা।