রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে তরুণ খুন
রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। তাঁর নাম মো. সিয়াম শেখ (২০)। তিনি ইসলামপুরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি রিকশা গ্যারেজে এ খুনের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সিয়ামকে রাত পৌনে ১০টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে থানা-পুলিশ কাজ করছে।
ঢাকা মেডিকেলে সিয়াম শেখকে নিয়ে এসেছিলেন তাঁর মামাতো ভাই মো. সেলিম ও ভাগনে মো. সালমান। তাঁরা বলেন, সন্ধ্যায় ইফতারের পর বাসা থেকে বের হয়েছিলেন সিয়াম। ঢালকানগর এলাকায় স্থানীয় তাসিন ও তাঁর আপন ভাই সোয়াদসহ ১৫-২০ জন গ্যারেজের ভেতরে নিয়ে সিয়ামের পিঠে, মাথায় ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে চলে যান।
হাসপাতালে নিয়ে আসা এই ব্যক্তিরা সিয়াম শেখের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
মো. সালমান বলেন, তাসিন ও সোয়াদ এলাকায় ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। ৩-৪ দিন আগে একটি বিষয় নিয়ে তাঁদের সঙ্গে সিয়াম শেখের তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়। তাঁরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। পূর্বশত্রুতার জেরে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
সিয়াম শেখের স্বজনেরা জানান, সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি কবিরাজপুর গ্রামের টংদোকানি মো. ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া সাধনা গলি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা–মায়ের একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর আগে তিনি বিয়ে করেন।