ব্লগার নাজিমউদ্দিন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১৬ জানুয়ারি
ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যা মামলায় আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ নয়জনের বিষয়ে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৬ জানুয়ারি এ–বিষয়ক শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত।
ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আজ মঙ্গলবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম ছারোয়ার খান জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন রশিদ উন নবী, মোজাম্মেল হোসাইন সায়মন, আরাফাত রহমান, মো. শেখ আবদুল্লাহ, মো. ওয়ালি উল্লাহ ওরফে ওলি, সাব্বিরুল হক চৌধুরী ওরফে কনিক, মাওলানা জুনেদ আহম্মেদ ওরফে জুনায়েদ ও আকরাম হোসেন। তাঁদের মধ্যে রশিদ, মোজাম্মেল, আরাফাত ও আবদুল্লাহ কারাগারে।
পিপি গোলাম ছারোয়ার খান প্রথম আলোকে বলেন, ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলায় মোজাম্মেল হোসাইন সায়মন, আরাফাত রহমান, মো. শেখ আবদুল্লাহ ও রশিদ উন নবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাই তাঁদের আজ আদালতে হাজির করা হয়নি। এ জন্য অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
২০১৬ সালের ৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমউদ্দিন ক্লাস শেষে গেন্ডারিয়ার মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে হামলার শিকার হন। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে তাঁকে হত্যা করেন। হত্যার পর দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যান। ওই ঘটনায় সূত্রাপুর থানায় মামলা হয়। ওই মামলায় ২০২০ সালের ২০ আগস্ট সৈয়দ জিয়াউল হকসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ মামলায় গ্রেপ্তার চার আসামির সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন, অনলাইনে লেখালেখির কারণে নাজিমউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে রশিদ উন নবীকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তৎকালীন প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, নাজিমউদ্দিনকে হত্যার আগে তিন মাস ধরে পরিকল্পনা করে আনসার আল ইসলাম। নাজিমউদ্দিন মেসে থাকতেন। তাই তাঁকে সেখানে গিয়ে খুন করা সম্ভব নয় বলে যাওয়া-আসার পথে খুন করার সিদ্ধান্ত নেয় জঙ্গি গোষ্ঠীটি।