ঢাকায় দেড় কোটি টাকা মূল্যের জাল মুদ্রাসহ আটক ১: ডিবি
রাজধানীর কদমতলীর দনিয়া এলাকা থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তাঁর কাছ থেকে নগদ দেড় কোটি টাকা মূল্যের জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে দনিয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান বলেন, জাকির হোসেন জাল টাকা তৈরির একজন মাফিয়া। এর আগেও তাঁকে দুবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
১৬ বছরের বেশি সময় ধরে জাকির হোসেন রাজধানীতে জাল টাকা তৈরি করছেন বলেছে ডিবি। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।