পড়াশোনার সময় মুঠোফোন ব্যবহারে বাবার মানা, স্কুলছাত্রীর আত্মহত্যা
রাজধানীর রামপুরা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম ফাতিয়া আহম্মেদ সান (১৩)। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।
ফাতিয়ার বাবা মো. ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যায় মেয়ে মোবাইল নিয়ে বসে ছিল। আমি বলেছিলাম, মা-রে, এখন লেখাপড়ার সময়। তুমি মোবাইল এত ব্যবহার কোরো না। এতে তোমার লেখাপড়া নষ্ট হচ্ছে। এই বলে আমি বাসার নিচে এটিএম বুথে টাকা ওঠাতে যাই। তার মাকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তখন ফাতিয়ার মা ছাদে ছিল। বড় মেয়েটাও বাসার বাইরে ছিল।’
ফারুক আহম্মেদ বলেন, বাসায় কেউ না থাকায় কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ফাতিয়া। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহটি মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।