মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবদুল খালেক তালুকদারকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) আসলাম খান বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন আবদুল খালেক। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তাঁর অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন।
রায়ে আবদুল খালেকসহ অন্যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩–এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে চার পলাতক আসামিসহ আবদুল খালেক তালুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।