ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নিহতপ্রতীকী ছবি

রাজধানীর পৃথক এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত ও ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার বিকেল ও রাতে এসব ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, রাতে গুলিস্তান স্কয়ার বিপণিবিতানের সামনে ছিনতাই করার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক ছিনতাইকারী মারা গেছেন। আর বিকেলে মগবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ (১৯) নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন প্রথম আলোকে বলেন, ছিনতাই করার সময় হাতেনাতে ধরা পড়েন ছিনতাইকারী। এরপর তাঁকে ধরে পিটুনি দেন মানুষ। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হাতিরঝিল থানা-পুলিশ সূত্র জানায়, রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় বিকেল পৌনে ৫টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ নামের এক যুবক আহত হন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হাবিবুল্লার বাড়ি ময়মনসিংহে। তিনি গ্রাম থেকে বাসে মগবাজার এসে নামেন। পরে ছিনতাইয়ের শিকার হন। তিনি ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করেন।