উত্তরায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ‘কিশোর গ্যাংয়ের’ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তার একজনের নাম ইমরান হোসেন ওরফে মুন্না (২৪)। বাকিরা কিশোর।
উত্তরা পশ্চিম-থানা সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর শাখাওয়াত হোসেন ও তাঁর বন্ধু মো. আলমগীর হোসেন উত্তরার জমজম টাওয়ারের সামনে থেকে হাউস বিল্ডিংয়ে যাওয়ার জন্য অটোরিকশা নেন। তখন আটক এক কিশোর হাউস বিল্ডিংয়ে যাওয়ার কথা বলে তাদের সঙ্গে একই রিকশায় ওঠে। যাওয়ার পথে ‘কিশোর গ্যাংয়ের’ ৭-৮ জনের সহায়তায় দুই বন্ধুকে ভয় দেখিয়ে তাঁদের দুটি মুঠোফোন ও নগদ ১৯ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ আরও জানিয়েছে, দুই বন্ধুকে আটকে রেখে তাঁদের পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যরা। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের ওপর শারীরিক নির্যাতন করেন। টাকা না পেয়ে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যরা পালিয়ে যান। পরে দুই বন্ধু উত্তরা পশ্চিম থানায় এ ঘটনায় একটি মামলা করেন। পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করে।