বমি করে টাকা নিয়ে পালাচ্ছিলেন তাঁরা

বমি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা, ১৭ ফেব্রুয়ারিছবি: সংগৃহীত

বমি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। তাঁরা হলেন সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)। আজ শনিবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, একজন মাছ বিক্রেতা মোহাম্মদপুর থেকে বাসে করে কারওয়ান বাজারে যাচ্ছিলেন। বাসটি খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এলে এক ব্যক্তি তাঁর গায়ে বমি করেন। তখন মাছ বিক্রেতার পকেট থেকে কৌশলে ২০ হাজার টাকা তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন আরও বলেন, বিষয়টি টের পেয়ে বাসযাত্রীরা দুজনকে ধরে ফেলেন। পরে তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা জানিয়েছেন, টার্গেট করা ব্যক্তির শরীরে বমি করে কৌশলে টাকা হাতিয়ে সটকে পড়েন বমি পার্টির সদস্যরা।

গ্রেপ্তার দুজনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি। বমি পার্টির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।