রাজধানীতে জাল নোট তৈরি চক্রের সদস্য গ্রেপ্তার
রাজধানীর ভাটারা এলাকা থেকে জাল নোট তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার র্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে ভাটারা থানার সাঈদনগর এলাকায় অভিযান চালিয়ে সাঈদুল ইসলাম ওরফে সাগরকে (২৯) জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৩৪ ক্যান বিয়ার, ১টি মুঠোফোন ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
র্যাব-১–এর গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, সাঈদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি এবং মাদক কারবারের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।