শাহবাগে মুঠোফোন চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে মুঠোফোন চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. মামুন (৪৯) ও তাঁর সহযোগী মো. রিয়াজ (৩৬)। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এসব তথ্য জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে মামুন ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে র‍্যাব-৩-এর মিডিয়া কর্মকর্তা ও  সহকারী পুলিশ সুপার ফারজানা হক প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।