পবিত্র হজ পালনের খরচ ৪ লাখের মধ্যে পুনর্নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়কে নোটিশ

হাইকোর্ট
ফাইল ছবি

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খরচ কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে অনুরোধ জানিয়ে আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান নোটিশটি পাঠিয়েছেন।

আরও পড়ুন

ধর্ম মন্ত্রণালয় এক স্মারকে গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ (২০২৩ সাল) ঘোষণা করে। নোটিশে ওই স্মারক সংশোধন বা পরিবর্তন করে ৪ লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ (২০২৩ সাল) ৭ দিনের মধ্যে পুনর্নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। এতে ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে যেতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন।

আরও পড়ুন